হোম > সারা দেশ > হবিগঞ্জ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাছ বিক্রেতা কারাগারে 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. লাল মিয়া (৩৩) নামের এক মাছ বিক্রেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল ভোরে উপজেলার রাণীরকোট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার উবাহাটা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লাল মিয়া পেশায় একজন মাছ বিক্রেতা। মাছ বিক্রির সুবাদে উপজেলার রাণীরকোট গ্রামের ওই তরুণীর পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার সকালে ওই প্রতিবন্ধীকে ধর্ষণ করেন লাল মিয়া। এরপর পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার করেন ওই তরুণী। পরে তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ নিয়ে বুধবার রাতেই ওই তরুণীর বাবা চুনারুঘাট থানায় ধর্ষণ মামলা করেন। এরপর বৃহস্পতিবার ভোরে লাল মিয়াকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ওই তরুণীর বাবার মামলার পর তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। এ নিয়ে তদন্ত চলছে। পুলিশ হেফাজতে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার ওই তরুণীকে বাড়িতে পাঠানো হয়েছে।

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম