হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক ৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ছয়জনকে আটক করেছে বিজিবি। আজ রোববার ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক স্থান থেকে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের দুলাল মিয়া (৩০), একই এলাকার চাকপাড়া গ্রামের রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯) ও শিবগঞ্জ থানার গুণটুলা গ্রামের তোষার আলী (১৭)। তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, দালালের সহায়তায় দু-তিন মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে তাঁরা ভারতে গিয়েছিলেন। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, বিজিবি তাঁদের আটক করে থানায় সোপর্দ করেছে। তাঁরা সবাই অনুপ্রবেশকারী। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত