গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মো. তৈয়ব আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কঞ্চিবাড়ী মধ্য কালির খামার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে।
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, ‘বেলা ১১টার দিকে নিজ বাড়ির ঘরের সিলিং ফ্যান ঠিক করছিলেন কৃষক মো. তৈয়ব আলী (৫৬)। এ সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’