গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে হামলা-ব্যালট বাক্স ভাংচুরসহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিদ্যালয়ের দরজা-জানালাও ভাঙচুর করে তারা। আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দুপুর পৌনে ২টার দিকে ওই কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির প্রধান ফটক তালবদ্ধ। ভেতরে প্রশাসনসহ ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ সময় সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে তালা খুলে বাইরে আসেন তারা।