হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ভেঙে অগ্নিসংযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে হামলা-ব্যালট বাক্স ভাংচুরসহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিদ্যালয়ের দরজা-জানালাও ভাঙচুর করে তারা। আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দুপুর পৌনে ২টার দিকে ওই কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির প্রধান ফটক তালবদ্ধ। ভেতরে প্রশাসনসহ ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ সময় সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে তালা খুলে বাইরে আসেন তারা। 

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশবাড়ী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোদাচ্ছের হোসেন তালুকদার জানান, দুপুরে ভোট চলাকালীন কেন্দ্রে হামলা চালায় দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। তারা বিদ্যালয় চত্বরে কয়েকটি ককটেল বিস্ফোরণসহ কেন্দ্র দখলে নিয়ে ভোটকক্ষে ঢুকে দুটি ব্যালট বাক্স ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিদ্যালয়ে দরজা-জানালাসহ বারান্দার গ্রিল ভাঙচুর করে হামলাকারীরা। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত