হোম > সারা দেশ > লালমনিরহাট

সাভারের অধ্যক্ষ হত্যাকারীর শাস্তির দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন

প্রতিনিধি, হাতীবান্ধা, (লালমনিরহাট) 

সাভার রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন। আজ বুধবার দুপুরে উপজেলার মেডিকেল মোড় গোল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, একজন মানুষ গড়ার কারিগরের এমন মর্মান্তিক এবং পাশবিক হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। হত্যার সঙ্গে জড়িতে দ্রুত আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জুয়েল, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপনসহ প্রমুখ। 

এ দিকে আজ বুধবার ভোরে নিজ বাড়ি হাতীবান্ধা উপজেলার বাড়াই পাড়ায় মিন্টু চন্দ্র বর্মনের মরদেহ দাহ করা হয়েছে। 

প্রসঙ্গত, নিহত মিন্টু চন্দ্র বর্মণ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াই পাড়া গ্রামের শরৎ চন্দ্রের বড় ছেলে। সে দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাস করতেন। এ ছাড়া তিনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ। গত গত ১৩ জুলাই (মঙ্গলবার) আশুলিয়ার জামগড়া সংলগ্ন বেরন এলাকার রূপায়ণ মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকেই নিখোঁজ হন তিনি। ৭ দিন বিভিন্ন জায়গায় খোঁজ করে অবশেষে ২২ জুলাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ। পরে গত সোমবার সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণে লাশ উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। 

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ