হোম > সারা দেশ > রংপুর

প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়ের ঘটনায় পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেপ্তার 

রংপুর প্রতিনিধি

রংপুরে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে জিম্মি করে টাকা আদায়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর নগরীর ঠিকাদারপাড়ার বিকন মোড় এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম কানিজ ফাতিমা আনিসা (৩৬)। তিনি পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত হাবিবুর রহমানের স্ত্রী। 

হোসেন আলী জানান, সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় ও টর্চার সেলে নির্যাতনের অভিযোগে গত ২ জানুয়ারি রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকার বাড়ি থেকে শাহারুখ করিম অনিক (৩৪) ও তাঁর স্ত্রী আসমানী আক্তারকে (২৪) গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে কানিজ ফাতিমা আনিসার নাম উঠে আসে। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাঁকে বিকন মোড় এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ