গাইবান্ধার সদর উপজেলা থেকে ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করছে র্যাব-১৩। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খামার কামারজানি চর এলাকায় এই ঘটনা ঘটে।
বিদেশি মদ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
মাহমুদ বশির আহমেদ জানান, আজ দুপুরে র্যাবের একটি দল গোপন সংবাদ পায় গাইবান্ধা সদর উপজেলার খামার কামারজানি চর এলাকায় দুই ব্যক্তি বিদেশি মদ বিক্রি করছে। পরে র্যাব সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ সময় ওই দুই ব্যক্তি পালিয়ে যান। পলাতক ব্যক্তিরা হলেন খামার কামারজানি গ্রামের জাহিদুল ইসলাম ও ফারুক মিয়া।
গাইবান্ধার র্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘উদ্ধার করা বিদেশি মদের দাম আনুমানিক ২৫ লাখ টাকা। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দুজন পালিয়ে যান। পলাতক ব্যক্তিদের অনেক দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে গোপন অনুসন্ধান চলানো হচ্ছে।’