হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে ঘরবাড়িতে অগ্নিসংযোগ: অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত গ্রামে গিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তিন শতাধিক কম্বল বিতরণ করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে পৌর শহরের খোদাদাদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হন। সংঘর্ষে আরও চারজন আহত হন। এ ঘটনার এক দিন পর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে একদল গ্রামবাসী বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। আগুনে আসবাব ও খড়ের পালা পুড়ে যায়। খবর পেয়ে বেলা তিনটার দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় নিহত দুই যুবকের বাবা মো. হায়দার আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে।

ওসি আবু হাসান কবির আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে তিনজন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন: 

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা