হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে ঘরবাড়িতে অগ্নিসংযোগ: অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত গ্রামে গিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তিন শতাধিক কম্বল বিতরণ করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে পৌর শহরের খোদাদাদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হন। সংঘর্ষে আরও চারজন আহত হন। এ ঘটনার এক দিন পর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে একদল গ্রামবাসী বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। আগুনে আসবাব ও খড়ের পালা পুড়ে যায়। খবর পেয়ে বেলা তিনটার দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় নিহত দুই যুবকের বাবা মো. হায়দার আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে।

ওসি আবু হাসান কবির আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে তিনজন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন: 

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা