হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে অবৈধ ৫টি ইটভাটায় অভিযান, সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন ও অবৈধ পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটাগুলোর কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।

আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার এম জেড এইচ ব্রিকসের মালিককে ৫ লাখ, এমএ বি ব্রিকসের মালিককে ৪ লাখ ৫০ হাজার, এএনবি-২ ব্রিকসের মালিককে ৮০ হাজার, মেসার্স বিপিএল-২ ব্রিকসের মালিককে ৬০ হাজার, এএমবি ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকাসহ মোট ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটাগুলোর কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর দায়ে মোট পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

এ সময় পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাসান-ই মোবারক, পরিবেশ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণসহ পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ