হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে যুবলীগ নেতাকে উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গাকে কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত মোতাবেক উপাধ্যক্ষ রেফাজ উদ্দিনকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ডান হাত হিসেবে খ্যাত রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গা বাগিয়ে নেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের পদ। তা ছাড়া শিক্ষক হিসেবে নিয়োগ নেন তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজে। তখনকার মন্ত্রীর প্রভাবে দ্রুত পদোন্নতি নিয়ে হয়ে যান উপাধ্যক্ষ। রেফাজ রাঙ্গা মূলত নুরুজ্জামানের ভ্যানগার্ড হিসেবে আত্মপ্রকাশ করেন নিজেকে। কলেজে অনিয়মিত হলেও সাবেক মন্ত্রীর সব কাজে যুক্ত থেকে অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হয়ে ওঠেন রেফাজ রাঙ্গা।

শিক্ষক-অভিভাবকদের অভিযোগ, তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজকে রেফাজ রাঙ্গা দুর্নীতির আখড়ায় পরিণত করেন। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তাঁর বিরুদ্ধে ফুসে ওঠে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। দুর্নীতিবাজ যুবলীগ নেতা কলেজের উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গার নানা দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়। যার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার কলেজের উপাধ্যক্ষ পদ থেকে রেফাজ রাঙ্গাকে অব্যাহতি দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন