হোম > সারা দেশ > গাইবান্ধা

ভুট্টাখেতে পড়ে ছিল স্কুলছাত্রের লাশ, হত্যার অভিযোগে আটক ২ ভাই

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনের সিম নিয়ে দ্বন্দ্বে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইদের বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী এলাকায় করতোয়া নদীর চরে ভুট্টাখেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের দুই মামাতো ভাইকে আটক করেছে। 

নিহত জিৎ চন্দ্র (১১) উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের রণজিতের চন্দ্রের ছেলে। আটক দুজন হলো একই গ্রামের কিশোর দুই ভাই। নিহত ও অভিযুক্তরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিৎ চন্দ্র মাঝেমধ্যে তার ফুপুর মোবাইল ফোন ব্যবহার করত। গতকাল শুক্রবার দুপুরে ফোন নিয়ে বাড়ির পাশে হরিতলা বাজার যায়। সেখানে তার হাত থেকে এক মামাতো ভাই ফোনটি নিয়ে সিম খুলে নেয়। পরে জিৎ ফোনটি তার ফুপুকে ফেরত দিলে সিমের কথা জিজ্ঞেস করে। এ সময় সিমটি তার মামাতো ভাই খুলে নিয়েছে বলে জানায়। এরপর সিমটি ফেরত দিতে তাকে চাপ সৃষ্টি করেন ফুপু। 

ওই দিন বিকেলে ওই মামাতো ভাইয়ের কাছে সিম চাইতে যায় জিৎ। এ সময় করতোয়া নদীর চরে ভুট্টাখেতের মধ্যে সিমটি রেখে আসা হয়েছে বলে জিৎকে সেখানে নিয়ে যায় সে। সেখানে নিয়ে জিৎকে শ্বাসরোধে হত্যা করা হয়। 

আজ স্থানীয়রা ভুট্টাখেতে জিতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই মামাতো ভাইকে আটক করে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনসহ প্রকৃত আসামি শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার