পঞ্চগড় জেলা প্রশাসকের গাড়ির গ্লাস ইট ছুড়ে ভাঙচুর করা হয়েছে। এ অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আটক আবু জাফর (২৭) পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকার বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে। তিনি পেশায় অটোচালক।
হঠাৎ ওই যুবক দাঁড়িয়ে থাকা ডিসির পাজেরো স্পোর্টস জিপে ইট ছোড়েন। ইটের আঘাতে গাড়ির সামনের গ্লাসটি ভেঙে যায়। তবে কী কারণে গাড়িটি ভাঙচুর করেছেন, তা জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গাড়ি ভাঙচুরের সময় আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক আবু জাফরের মা জরিফা বানু বলেন, ‘আমার ছেলে মানসিক সমস্যা আছে। রংপুরের মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া হচ্ছে। রাতে ওষুধ না খাওয়ার কারণে সকালে পাগলামি শুরু করে এবং বাড়ি থেকে বের হয়ে যায়। পরে শুনি ডিসির গাড়ি ভাঙচুর করছে।’