হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

দিনাজপুর প্রতিনিধি

রেজিনা ইসলাম। ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম (৭২) ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দিনাজপুর ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে রেজিনা ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে দিনাজপুরে স্থানান্তর করা হয়। অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নেওয়া হয়। আজ ভোর ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ আসর লালবাগ দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা হবে। জানাজা শেষে লালবাগ গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

এদিকে রেজিনা ইসলামের মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মাফজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ