হোম > সারা দেশ > রংপুর

কুয়া থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্ত এলাকার একটি অগভীর কুয়া থেকে লোকমান হোসেন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। 

স্থানীয়রা আজ বুধবার সকালে কুয়ার মধ্যে ওই যুবকের মৃতদেহ দেখতে পান। নিহত লোকমান একই গ্রামের মৃত আব্দুল হামিদ মেকারের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে নিজেদের গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু হারিয়ে যাওয়ায় লোকমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে গরু খুঁজতে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। আজ বুধবার সকালে সীমান্তের পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে বরেন্দ্র পাম্পের কুয়ার পানিতে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হলে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

এ বিষয়ে দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শরিফ উল্লাহ আবেদ বলেন, ‘এক যুবকের মৃতদেহ কুয়ার পানিতে পাওয়া গেছে। ওই যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন। কুয়ার পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’ 

১০ নম্বর কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ