হোম > সারা দেশ > রংপুর

কুয়া থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্ত এলাকার একটি অগভীর কুয়া থেকে লোকমান হোসেন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। 

স্থানীয়রা আজ বুধবার সকালে কুয়ার মধ্যে ওই যুবকের মৃতদেহ দেখতে পান। নিহত লোকমান একই গ্রামের মৃত আব্দুল হামিদ মেকারের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে নিজেদের গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু হারিয়ে যাওয়ায় লোকমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে গরু খুঁজতে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। আজ বুধবার সকালে সীমান্তের পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে বরেন্দ্র পাম্পের কুয়ার পানিতে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হলে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

এ বিষয়ে দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শরিফ উল্লাহ আবেদ বলেন, ‘এক যুবকের মৃতদেহ কুয়ার পানিতে পাওয়া গেছে। ওই যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন। কুয়ার পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’ 

১০ নম্বর কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ