হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে সাংবাদিকের প্রাইভেট কার ভাঙচুর

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ইমরুল কাওসার ইমনের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তাঁর প্রাইভেট কারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের সরকারি খাদ্যগুদামসংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক ইমরুল কাওসার ইমন বলেন, রাতে তিনি পলাশবাড়ী থেকে প্রাইভেট কারে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। পথে পলাশবাড়ীর খাদ্যগুদামসংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাঁর প্রাইভেট কার ঘিরে ফেলে। একপর্যায়ে তারা হাতে থাকা লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে।

ইমরুল কাওসার ইমন বলেন, দুর্বৃত্তরা গাড়ির দুটি গ্লাস ভাঙচুর করেছে। ভাঙচুরের সময় আতঙ্কিত অবস্থায় গাড়ির ভেতরেই ড্রাইভারসহ আমি বসে ছিলাম। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করেছি।’ নির্বাচনী নিউজ সংগ্রহে ঢাকা থেকে গাইবান্ধায় এসে হামলার ঘটনায় আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তরা প্রাইভেট কারের দুটি গ্লাস ভাঙচুর করলেও সাংবাদিক ইমন ও তাঁর চালকের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় সাংবাদিক ইমনকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ