হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ছুঁইছুঁই, দুর্ভোগে শতাধিক পরিবার

নীলফামারী প্রতিনিধি

ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েছে। আজ রোববার সকাল ৯টায় এই পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের খেত। 

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এই পয়েন্টের বিপৎসীমা হলো ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। নদীতে পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে জানায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। 

ডিমলার ছোট খাতা চরের মনোয়ার হোসেন বলেন, গতকাল দুপুরে বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। আজ রোববার সকালে বাড়ি ছেড়ে তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছি। তবে চরের শাকসবজি ও ধানের খেত পানিতে তলিয়ে গেছে। 

ডিমলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, তিস্তা বাজার, টাকুর চর এলাকায় পানি ঢুকেছে। দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী আছে। পানি বাড়ার কারণে চরাঞ্চলের ফসল পানিতে ডুবে গেছে। অনেক চরবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’ তবে সকাল ১০টার পর থেকে পানি কমেছে বলে জানান তিনি। 

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদীন আজকের পত্রিকাকে বলেন, পানি বাড়ার বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে চরাঞ্চলে পানিবন্দী মানুষকে সরিয়ে নিতে বা ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস