হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় এক দিনে দুজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা-পুলিশ। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। সোমবার দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার ও মাস্টারপাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই এলাকার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় নব বধূ রুমানা বেগমের (২০)। ৭ মাস আগে ওই এলাকার আব্দুল মতিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। 

এ ছাড়া কলোনী বাজার টাওয়ার এলাকার নিজ বাড়ি থেকে শাহ কামাল (২৮) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আমিন ফকিরের ছেলে। তাঁর দুই সন্তান আছে। 

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, মেয়েটি ৫ নম্বর ওয়ার্ডের এবং ছেলেটি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আত্মহত্যার ঘটনা প্রকাশ হলে ডিমলায় থানায় জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে। 

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে নীলফামারী জেনারেল হাসপাতাল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ