হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বিএনপি-জামায়াতের নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি, আটক ২০

রংপুর প্রতিনিধি

রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নগরীর ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিএনপির ২৮ অক্টোবর সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পুলিশের এ ধরপাকড় বলে অভিযোগ বিএনপি নেতাদের। তবে পুলিশের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা তাঁদের আটক করা হয়েছে।

বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে পুলিশ নগরীর ছয়টি থানার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, ২০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাব্বির হায়দার আশিক, ওই ওয়ার্ডের যুবদল নেতা শুভ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ, হারাগাছ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলসহ ২০ জনকে আটক করা হয়।

সামসুজ্জামান সামু আরও বলেন, ‘পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত ২০ জন নেতা-কর্মীকে আটক করার খবর আমার কাছে আছে। মূলত ঢাকার সমাবেশে রংপুরের নেতা-কর্মীদের যোগ দেওয়া ঠেকাতে এই হয়রানি করা হচ্ছে। তাতে কোনো লাভ নেই। সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে ঢাকার সমাবেশকে সফল করব। এই সরকারের পতন ঘটাব।’

বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার সমাবেশকে সফল করতে ইতিমধ্যে রংপুরের অন্তত ২ হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন। সমাবেশের আগে যানবাহন বন্ধের শঙ্কায় প্রতিদিন শত শত নেতা-কর্মী বিভিন্ন পথে ঢাকায় পৌঁছেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ‘পুলিশ নিয়মিত বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পুলিশের অভিযানে জামায়াত, শিবির, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ