হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বিএনপি-জামায়াতের নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি, আটক ২০

রংপুর প্রতিনিধি

রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নগরীর ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিএনপির ২৮ অক্টোবর সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পুলিশের এ ধরপাকড় বলে অভিযোগ বিএনপি নেতাদের। তবে পুলিশের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা তাঁদের আটক করা হয়েছে।

বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে পুলিশ নগরীর ছয়টি থানার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, ২০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাব্বির হায়দার আশিক, ওই ওয়ার্ডের যুবদল নেতা শুভ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ, হারাগাছ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলসহ ২০ জনকে আটক করা হয়।

সামসুজ্জামান সামু আরও বলেন, ‘পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত ২০ জন নেতা-কর্মীকে আটক করার খবর আমার কাছে আছে। মূলত ঢাকার সমাবেশে রংপুরের নেতা-কর্মীদের যোগ দেওয়া ঠেকাতে এই হয়রানি করা হচ্ছে। তাতে কোনো লাভ নেই। সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে ঢাকার সমাবেশকে সফল করব। এই সরকারের পতন ঘটাব।’

বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার সমাবেশকে সফল করতে ইতিমধ্যে রংপুরের অন্তত ২ হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন। সমাবেশের আগে যানবাহন বন্ধের শঙ্কায় প্রতিদিন শত শত নেতা-কর্মী বিভিন্ন পথে ঢাকায় পৌঁছেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ‘পুলিশ নিয়মিত বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পুলিশের অভিযানে জামায়াত, শিবির, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার