হোম > সারা দেশ > রংপুর

বালিয়াডাঙ্গীতে দুই পুকুরে বিষ দিয়ে ৫০ মণ মাছ নিধন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৫০ মণ মাছ মারা গেছে।

আজ সোমবার ভোরে মরা মাছগুলো পুকুরে ভেসে উঠতে থাকে। দুপুরের মধ্যে পুকুরে থাকা সব মাছ মা যায়।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ, হাটপুকুর নামের দুটি পুকুরে বিষয় প্রয়োগ করা হয়।

কালমেঘ ও হাটপুকুরের ইজারাদার মোতালেব হোসেন বলেন, ‘গেল ৫ বছরের বেশি সময় ধরে আমি পুকুর দুটো ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। গত বছর ছোট পুকুরটিতে কে বা কারা বিষ প্রয়োগ করেছিল। গত রাতে বড় পুকুরে বিষ প্রয়োগ করেছে। ভোরবেলা মাছগুলো ভেসে উঠতে থাকলে আমি টের পায়। পরে কিছু মাছ সামান্য দামে বাজারে বিক্রি করেছি। বিষ প্রয়োগের কারণে প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে আমার।’

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, এলাকার মাছের ঘাটতি রয়েছে। যদি এভাবে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা মাছ নিধন করতে থাকে। তাহলে আরও মাছের সংকট পড়বে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ