হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে কোটা বহাল রাখার দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের সরকারি চাকরিতে নিয়োগে কোটা বহাল রাখার দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। 

সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিনের নেতৃত্বে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা মিছিলে অংশ নেন। মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তাঁরা। 

মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কাশেম মণ্ডল প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধার সন্তান শ্যামল রায় ও শিমুল কুমার রায়সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের মধ্যে অনেকে মারাও গেছেন। স্বাধীনতাবিরোধী একটি চক্র এবং তাদের প্রজন্ম পুনরায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তারা জাতির পিতা, প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য ও নাতি-নাতনিদের সরকারি কার্যক্রমের কোটা বহাল রাখার জন্য আদালতের আদেশ কামনা করছি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ