হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন গৃহবধূর স্বামী ছাইফুল ইসলাম ও তাঁর সহযোগী আব্দুল করিম। তাঁরা সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালে ২০ জুলাই পারিবারিক বিরোধের জেরে স্বামী ছাইফুল তাঁর সহযোগী আব্দুল করিমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে তাঁর লাশ কামালেরপাড়ার বসন্তেরপড়া গ্রামের একটি শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেন তাঁরা। পরে ৩০ জুলাই সাঘাটা থানা-পুলিশ ওই ট্যাংক থেকে শিউলির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিউলির ভাই আজিজুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় পাঁচজনের নামে হত্যা মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ছাইফুল ও তাঁর সহযোগী আব্দুল করিমের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলায় আসামি পক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

এদিকে সরকারি কৌঁসুলি (পিপি) কনক এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ হত্যাকাণ্ডে তাঁরা যথাযথ বিচার পেয়েছেন।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা