হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন গৃহবধূর স্বামী ছাইফুল ইসলাম ও তাঁর সহযোগী আব্দুল করিম। তাঁরা সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালে ২০ জুলাই পারিবারিক বিরোধের জেরে স্বামী ছাইফুল তাঁর সহযোগী আব্দুল করিমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে তাঁর লাশ কামালেরপাড়ার বসন্তেরপড়া গ্রামের একটি শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেন তাঁরা। পরে ৩০ জুলাই সাঘাটা থানা-পুলিশ ওই ট্যাংক থেকে শিউলির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিউলির ভাই আজিজুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় পাঁচজনের নামে হত্যা মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ছাইফুল ও তাঁর সহযোগী আব্দুল করিমের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলায় আসামি পক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

এদিকে সরকারি কৌঁসুলি (পিপি) কনক এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ হত্যাকাণ্ডে তাঁরা যথাযথ বিচার পেয়েছেন।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ