চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এবারও শীর্ষে রয়েছে আইডিয়াল পাবলিক স্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়ে ৪১ জন।
মিঠাপুকুর এসএসসি পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুল থেকে মোট ৯৩ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ‘এ’ পেয়েছে ৪৯ জন ও ‘এ-’ পেয়েছে তিনজন।
অন্যদিকে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে প্রথমে রয়েছে মিঠাপুকুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়। সরকারি এ প্রতিষ্ঠান থেকে ২৫১ জন পরীক্ষায় অংশ নেয় এবং কৃতকার্য হয়েছে ২০৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। এ ছাড়া ৮৫ জন ‘এ’ এবং ৩০ জন ‘এ-’ পেয়েছে। পাসের হার ছিল ৮৩ দশমিক ৪৭ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে শঠিবাড়ী উচ্চবিদ্যালয়। এখান থেকে ৩১৮ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৬৭ জন। পাসের হার ৮৩ দশমিক ৯৬ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন।