হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে দেয়াল চাপায় শ্রমিক নিহত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে দেয়াল ধসে আবু হানিফ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে ঝগড়ারচর প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ঝগড়ার চর গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক ফজলুল হক বলেন, আমরা চারজন শ্রমিক দেয়াল ভাঙার কাজ করছিলাম। আমি ভাঙা ইট সরানোর কাজে ব্যস্ত ছিলাম। সকাল ৯টার দিকে আমি একটি অংশে ভাঙার কাজ করতেই হঠাৎ অপর একটি অংশের দেয়াল ভেঙে আবু হানিফের ওপর পড়ে। এতে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু এর আগেই মারা যান তিনি।

রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষ সংকট থাকায় সরকারিভাবে একটি নতুন ভবনের বরাদ্দ পাওয়া যায়। ঠিকাদারকে সেই ভবনের জায়গা দেওয়ার জন্য উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো একটি ঘরের দেয়াল অপসারণের কাজ চলছিল। আজ সকাল থেকে শ্রমিকেরা দেয়াল অপসারণের কাজ করছিলেন। কিন্তু হঠাৎ দেয়ালের এক অংশ ভেঙে ওই শ্রমিকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, পুরোনো দেয়াল অপসারণ করতে গিয়ে দেয়াল চাপায় ওই শ্রমিক নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা