হোম > সারা দেশ > লালমনিরহাট

সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা বিএসএফের

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা দিল বিএসএফ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় নির্মাণ করা সেই কাঁটাতারে এবার বাঁশের বেড়া লাগানোর ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাহারায় ভারতীয় নাগরিকেরা এ কাজ করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যান তাঁরা। গত মঙ্গলবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া ও সরকারপাড়া সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার জামিল হোসেন।

এর আগে ১০ জানুয়ারি সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ-ভারতের প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের সাব-পিলার ৩৭ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখার শেষ অংশে প্রায় এক কিলোমিটারজুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণশ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে সাড়ে ৩ থেকে ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। বেড়া দেওয়ার ছয় দিনের মাথায় ১৫ জানুয়ারি দুপুরে বেড়ার চার থেকে পাঁচ গজ পরপর একটি খালি করে কাচের বোতল বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এর ১২ দিন পর ওই বেড়ায় বাঁশের বাতা বেঁধে দিল বিএসএফ।

কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা গুনা (জিআই তার) দিয়ে বেঁধে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাতা বেঁধে দিতে বিজিবি সদস্যরা নিষেধ করে বিএসএফ সদস্যদের প্রতিবাদ জানান। বিএসএফ সদস্যরা কথা না শুনে ভারতীয় নির্মাণশ্রমিকদের কাজ চালিয়ে যেতে সহায়তা করছেন। এ সময় একজন বিএসএফ জোয়ানকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার তুমি করো।’ বিজিবি সদস্য বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশের কোনো ধরনের নির্মাণকাজ না করার প্রতিশ্রুতি ও সিদ্ধান্তের কথা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেন। বিএসএফ সদস্যরা তা না শুনে তর্ক করতে থাকেন।

দহগ্রাম সরকারপাড়া এলাকার আব্দুর রহিম (৫০) বলেন, ‘সীমান্তের একদম শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়া নিয়ে বিএসএফ ও ভারতীয় লোকজন প্রায় সময় এসে হিন্দিতে নানা ধরনের উসকানিমূলক কথা বলে যায়। রাতে এসে হঠাৎ চিৎকার করে। এতে আমাদের ভয় হয়।’

পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার জামিল বলেন, ‘বাঁশের বাতা তিন দিন আগে দিয়েছে। আমরা প্রতিবাদ করেছি ও নিষেধ করেছি। বর্তমানে বাতা আর বাঁধছে না। কাজ বন্ধ আছে। আমরা সতর্ক অবস্থানে আছি।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু