হোম > সারা দেশ > রংপুর

রাজনৈতিক না হয়ে বাংলাদেশপন্থী হোন, পুলিশকে হুঁশিয়ারি হাসনাতের

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পথসভায় বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ পুলিশের উদ্দেশে বলেছেন, ‘আমরা আপনাদের বলব, কোনো রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে ওঠেন। আমাদের এনসিপির পুলিশের প্রয়োজন নেই। এনসিপি মনে করে, জনতাই বৈধতা এবং জনতাই ক্ষমতা। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই।’

আজ বুধবার (২ জুলাই) দুপুরে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে কুড়িগ্রামে পৌঁছে জেলা শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত পথসভায় হাসনাত পুলিশ বাহিনীর সদস্যদের হুঁশিয়ার করে দিয়ে এসব কথা বলেন।

পুলিশের উদ্দেশে হাসনাত আরও বলেন, ‘আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন।’

চট্টগ্রামের পটিয়ার ঘটনার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে হাসনাত বলেন, ‘পুলিশ ভাইদের বলছি, পটিয়ায় যে ঘটনা হয়েছে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে।’

এর আগে জেলার রাজারহাটে পথসভাতেও বক্তব্য দেন হাসনাত। সেখানে তিনি আওয়ামী সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের রাস্তায় গুলি করে মেরেছে। আলেমদের দাড়ি-টুপি ধরে মসজিদের মিম্বর থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা ছিল না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের কাছে মাইক কেড়ে নিবে—এমন বাংলাদেশ হতে দেওয়া হবে না। কোনো দুর্নীতিবাজের প্রশ্রয় দেওয়া যাবে না।’

হাসনাত এ সময় কুড়িগ্রামের সন্তান ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে দলের মনোনীত ব্যক্তি হিসেবে পরিচয় করে দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত জনতাকে আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতারা।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ