মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বকুল হোসেন (২৫) নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে তিন টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল পেট্রলপাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত বকুল হোসেন রাজশাহীর তানোর উপজেলার রায়চাঁনপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বকুল হোসেন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি তেঁতুলিয়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।