হোম > সারা দেশ > নীলফামারী

হেঁটে বিশ্বভ্রমণে বের হওয়া নেপালি যুবক এখন নীলফামারীতে

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

হেঁটে বিশ্বভ্রমণে বের হওয়া ২৭ বছর বয়সী নেপালি যুবক ‘ইঃ’ নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন। ইঃ এর বাড়ি নেপালের রাজধানী কাঠমান্ডুর থাপাথালি এলাকার। ভারত, শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টের পথে পায়ে হেঁটে রওনা দেন এই যুবক। পাহাড়, নদী, মহাসড়ক, রাজপথ, উঁচু-নিচু মেঠো পথ পাড়ি দিয়ে জয়পুরহাট, দিনাজপুরের  হাকিমপুর, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর হয়ে সৈয়দপুরে পৌঁছান তিনি।

গতকাল রোববার রাত ৯টায় তিনি শহরের পাঁচমাথা মোড়ে পৌঁছালে নীলফামারী ট্রাফিক পুলিশের কর্মরত সৈয়দপুর ট্রাফিক ইন্সপেক্টর নাহিদ পারভেজ চৌধুরী, স্থানীয় সাংবাদিক ও ট্রাফিক পুলিশের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন। ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা নিজ উদ্যোগে মি. ‘ইঃ’কে শহরের ইকু হোটেল এন্ড রেস্টুরেন্টে থাকার ব্যবস্থা করেন।

আজ সোমবার সকাল ৭টায় নীলফামারীর দিকে রওনা দেন। সেখানে রাতে থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এর আগে রাতে ওই হোটেল ও রেস্টুরেন্টে ইঃ’র সঙ্গে কথা হয়।

ইঃ বলেন, ‘বাংলাদেশে পথে পথে সবুজ শস্যখেতে, মেঠো পথ, ছায়াঘেরা গ্রাম সত্যই মনোমুগ্ধকর। বাঙালিরা খুব সাদাসিধে। বাঙালির আতিথেয়তায় আমি মুগ্ধ। সৈয়দপুরে উপজেলা আমি ঘুরে দেখেছি। এখানকার জীবনযাপন, বাঙালি অবাঙালির মিশ্র সংস্কৃতি আকর্ষণীয়। বিশেষ করে এখানকার মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ