হোম > সারা দেশ > রংপুর

জি এম কাদেরের সম্পদ বেড়েছে ৩ গুণ, স্ত্রীর দ্বিগুণ

রংপুর প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের চারবারের জাতীয় সংসদ সদস্য। তবে গত পাঁচ বছরে তাঁর সম্পদ বেড়েছে তিন গুণের বেশি। একই সঙ্গে দ্বিগুণের বেশি সম্পদ বেড়েছে স্ত্রী শেরীফা কাদেরের। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতিমধ্যে যাচাই-বাছাইয়ে দুটি আসনেই তাঁকে বৈধ ঘোষণা করা হয়েছে। 

এর আগে একাদশ সংসদ নির্বাচনের (লালমনিরহাট-৩) হলফনামা মতে, জি এম কাদেরের নগদ ছিল ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকায়। একই সঙ্গে সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য স্ত্রী শেরীফা কাদেরের নগদ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। এবার হয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা। স্ত্রীর পাঁচ বছর আগে ছিল ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা, বর্তমানে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা। 

এ ছাড়া প্রার্থীর ওপর নির্ভরশীলদের বাড়ি ভাড়ার ওপর আয় ১১ লাখ ৫৮ হাজার টাকা, আর ব্যবসা থেকে পান ৪ লাখ ৪০ হাজার টাকা। তিনি আগে চড়তেন ৪০ লাখ টাকা দামের প্রাডো গাড়িতে, এখন চড়েন ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকার জিপ গাড়িতে। 

অন্যদিকে, পাঁচ বছর আগে স্ত্রী শেরীফা কাদের চড়তেন ১৫ লাখ টাকার গাড়িতে, এখন তিনি চড়েন ৮০ লাখ টাকার জিপে। পাঁচ বছর আগে মামলা না থাকলেও এবার জি এম কাদেরের নামে ফৌজদারি মামলা রয়েছে। সেটি বিচারাধীন। তিনি ঋণমুক্ত। 

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথম লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ নির্বাচিত হন জি এম কাদের। পরে ২০০১ সালে তিনি রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হন। তবে ২০১৪ সালের নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি। মোট পাঁচবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে একবার পরাজিত হন।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু