হোম > সারা দেশ > রংপুর

‘মুই লম্পটের কঠিন শাস্তি দেকপার চাঁও’

বদরগঞ্জ প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে সাত বছরের এক শিশুশিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বদরগঞ্জ থানা ও ভুক্তভোগী পরিবার বলছে, শিশুটি ওই দিন দুপুরে বাড়ির পাশে একটি সেচ পাম্পে গোসল করতে যায়। এ সময় গোপীনাথপুর ইউনিয়নের মংলু মিয়ার ছেলে আকাশ রহমান (২৫) শিশুটিকে কৌশলে সেচপাম্পের ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালান। এ সময় শিশুটির কান্নায় প্রতিবেশীরা এগিয়ে আসলে আকাশ সটকে পড়েন। পরে স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শিশুটির মা বলেন, ‘মুই লম্পটের কঠিন শাস্তি দেকপার চাঁও। যাতে আর কোনো শিশু এমন শিকার না হয়।’ 

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গালিব রহমান বলেন, শিশুকে কাদা মাখা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির স্বজনেরা ধর্ষণের কথা বলায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’ 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘শিশু ধর্ষণের খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে।’ 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার