হোম > সারা দেশ > গাইবান্ধা

বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গ্রেপ্তার অসীম কুমার। ছবি: সংগৃহীত

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের সহকারী একান্ত সচিব (এপিএস) অসীম কুমারকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শুক্রবার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে ফুলছড়ির বালাসী এলাকা থেকে গ্রেপ্তার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আজ রাত ১০টার দিকে বলেন, বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস অসীম কুমার ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ গ্রেপ্তারের জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে ছিল। তারা তথ্যপ্রযুক্তি সহায়তায় তাঁর অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ অসীম কুমারকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, তিনি বর্তমানে সদর থানায় আছেন। বগুড়া থেকে পুলিশ রওনা দিয়েছে। তারা এলে আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ