হোম > সারা দেশ > গাইবান্ধা

বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গ্রেপ্তার অসীম কুমার। ছবি: সংগৃহীত

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের সহকারী একান্ত সচিব (এপিএস) অসীম কুমারকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শুক্রবার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে ফুলছড়ির বালাসী এলাকা থেকে গ্রেপ্তার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আজ রাত ১০টার দিকে বলেন, বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস অসীম কুমার ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ গ্রেপ্তারের জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে ছিল। তারা তথ্যপ্রযুক্তি সহায়তায় তাঁর অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ অসীম কুমারকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, তিনি বর্তমানে সদর থানায় আছেন। বগুড়া থেকে পুলিশ রওনা দিয়েছে। তারা এলে আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ