হোম > সারা দেশ > লালমনিরহাট

শূন্যরেখার শেষ প্রান্তে বিএসএফের বেড়া নির্মাণ, পাটগ্রাম সীমান্তে উত্তেজনা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 

শূন্যরেখার দেড় শ গজের শেষ প্রান্তে প্রায় আধা কিলোমিটার এলাকায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

গত ১১ দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে। সর্বশেষ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে ডিএমপি ৮ নম্বর পিলারের ৩৭ থেকে ৪৬ নম্বর উপ-পিলারের শূন্যরেখার দেড় শ গজের শেষ প্রান্তে প্রায় আধা কিলোমিটার এলাকায় লোহার অ্যাঙ্গেলের খুঁটি দিয়ে ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ।

স্থানীয়রা বিষয়টি লক্ষ্ করে বিজিবিকে খবর দিলে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ী ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বেড়া নির্মাণে বাধা দেন। এরপর কিছু সময় কাজ বন্ধ ছিল। পরবর্তী সময়ে শতাধিক বিএসএফ সদস্য ও নির্মাণশ্রমিক এসে আবার কাজ শুরু করেন।

বিএসএফ বেড়া নির্মাণ অব্যাহত রাখার সময় ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে। এদিকে বিজিবিও দহগ্রাম সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড় শ গজের একদম শেষ প্রান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বেড়া স্থাপনের একপর্যায়ে শত শত বিএসএফ জওয়ান অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। এ ঘটনায় পুরো দহগ্রাম সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমীর খসরু জানান, বেড়া নির্মাণের বিষয়ে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর দহগ্রাম সরকারপাড়া সীমান্ত ও ৭ জানুয়ারি পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তের শূন্যরেখার ভেতরে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। সবশেষ ১১ দিনের ব্যবধানে বিএসএফ ফের এই কাজ করল।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু