হোম > সারা দেশ > দিনাজপুর

দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে নাবিল পরিবহনের একটি কোচের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে নাবিল পরিবহনের একটি কোচের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। শনিবার (১৪ জুন) ভোর সোয়া ৩টার দিকে উপজেলার নুরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মহাসড়কের পাশে থেমে থাকা একটি বালুবোঝাই ট্রাকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭৭) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কোচের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—ঠাকুরগাঁওয়ের বাসিন্দা তামান্না আক্তার (২৭), চালকের সহকারী আমিনুল (৪০) নওগাঁর এবং রাজীব ভূঁইয়া (৩০)।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান বলেন, ’দুর্ঘটনার খবর পেয়ে ভোর ৩টা ২০ মিনিটে আমরা পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। তিনজনকে মৃত অবস্থায় পাই এবং বাকিদের হাসপাতালে পাঠাই। সেখানে আরও দুজন মারা যান।’

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার