হোম > সারা দেশ > রংপুর

বাবার অভিযোগের পর মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বাবা। এরপর ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থানা-পুলিশকে অবগত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত ছেলের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

আজ মঙ্গলবার রংপুরের গঙ্গাচড়ায় উপজেলায় এ ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত লিখন মিয়া (১৯) উপজেলার বেতগাড়ী ইউনিয়নের মহুরী পাড়ার মহুবর রহমানের ছেলে।

মহুবর রহমান আজকের পত্রিকাকে জানান, লিখন ঠিকমতো লেখাপড়া না করে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের মাদক সেবনের জন্য বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রিসহ তাঁদের থেকে টাকা চাইত। টাকা না দিলে তাঁদের ভয়ভীতিসহ নানারকম অত্যাচার করত। ছেলের এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তিনি আইনগত পদক্ষেপ নিতে ইউএনও নাহিদ তামান্নার কাছে আবেদন করেন। ইউএনও ব্যবস্থা নিতে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুলাল হোসেন অবগত করেন।

এ বিষয়ে ওসি দুলাল হোসেন বলেন, পুলিশ সদস্যরা মাদক সেবনের সময় লিখনকে আটক করে ইউএনওর কাছে নিয়ে গেলে মাদকদ্রব্য আইনে লিখনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় লিখনের বাবা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ