হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে বাড়িতে একা পেয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাড়িতে একা পেয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসানুল ইসলাম অনিক (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী আজ শুক্রবার দুপুরে ওই যুবকের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেছে। 

অভিযুক্ত যুবক হাসানুল ইদলাম অনিক শহরের আতিয়ার কলোনী এলাকার আব্দুস সাত্তারের ছেলে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অনিকের সঙ্গে ওই কলেজছাত্রীর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির মা গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে যান। এ সময় মেয়েটি বাড়িতে একা ছিল। এই সুযোগে দুপুরে ওই কলেজছাত্রীকে বসতঘরে একা পেয়ে হাসানুল ইসলাম ধর্ষণ করে। 

পরে মেয়েটির মা বাড়িতে এসে তার মেয়েকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এসে ওই হাসানুলকে আটক করে থানায় নিয়ে যান। 

কলেজছাত্রীর মা বলেন, ‘আমার মেয়েকে হাসানুল বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।’ 

সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, ‘ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে হাসানুলকে আসামি করে সৈয়দপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। আটক হাসানুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ