হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে বাড়িতে একা পেয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাড়িতে একা পেয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসানুল ইসলাম অনিক (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী আজ শুক্রবার দুপুরে ওই যুবকের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেছে। 

অভিযুক্ত যুবক হাসানুল ইদলাম অনিক শহরের আতিয়ার কলোনী এলাকার আব্দুস সাত্তারের ছেলে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অনিকের সঙ্গে ওই কলেজছাত্রীর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির মা গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে যান। এ সময় মেয়েটি বাড়িতে একা ছিল। এই সুযোগে দুপুরে ওই কলেজছাত্রীকে বসতঘরে একা পেয়ে হাসানুল ইসলাম ধর্ষণ করে। 

পরে মেয়েটির মা বাড়িতে এসে তার মেয়েকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এসে ওই হাসানুলকে আটক করে থানায় নিয়ে যান। 

কলেজছাত্রীর মা বলেন, ‘আমার মেয়েকে হাসানুল বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।’ 

সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, ‘ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে হাসানুলকে আসামি করে সৈয়দপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। আটক হাসানুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ