ঠাকুরগাঁওয়ে রেজাউল করিম (৬০) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার শহরের নিশ্চিন্তপুর এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানায় পুলিশ।
নিহত ওই ব্যক্তি শহরের শাহ্পাড়া এলাকার বাসিন্দা। তিনি সোনালী ব্যাংকের ক্যাশিয়ার পদে থেকে ১০ বছর আগে অবসরে যান।
স্থানীয়রা জানান, সকালে মরদেহ গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখে তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মরদেহে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসার কাগজপত্র দেখে এর সত্যতা পাওয়া যায়। কোনো অভিযোগ না থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।