হোম > সারা দেশ > রংপুর

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে হাতকড়া না পরানোয় ক্ষোভ, কিল-ঘুসি, ডিম নিক্ষেপ

রংপুর প্রতিনিধি

সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে ডিম নিক্ষেপ। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক যুবক দৌড়ে গিয়ে কিল-ঘুসি মারেন। তা ছাড়া এ সময় তাঁকে ডিম ছুড়ে মারে ছাত্র-জনতা। তাঁকে হাতকড়া না পরানোয় ক্ষোভ দেখিয়ে পুলিশের গাড়ি আটকে দেন উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে চাপের মুখে পুলিশ তাঁকে হাতকড়া পরায়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এসব ঘটনা ঘটে। থানা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সময় সাবেক সমাজকল্যাণমন্ত্রীর বিচার দাবিসহ আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব রাজিমুজ্জামান হৃদয় আজকের পত্রিকাকে বলেন, ‘খুনের আসামি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরকে গ্রেপ্তারের পর হাতকড়া পরায়নি পুলিশ। এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় পুলিশের চরিত্র বদল হয়নি। এমন ঘৃণ্য একজন অপরাধীকে হাতকড়া না পরানো তার প্রমাণ।’

ছাত্র-জনতার দাবির মুখে নুরুজ্জামানকে হাতকড়া পরানো হয়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিসসংলগ্ন আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ। রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত