হোম > সারা দেশ > গাইবান্ধা

ভাঙচুরের মামলায় সাবেক হুইপ গিনি কারাগারে 

গাইবান্ধা প্রতিনিধি

বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালত এ আদেশ প্রদান করেন।

এর আগে আদালতে আসামিকে হাজির করে তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে রাষ্ট্র, বাদী ও আসামি পক্ষের শুনানি শেষে বিশেষ বিবেচনায় রিমান্ড বাতিল করেন আদালত এবং কারাগারে প্রেরণের আদেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি বাসা থেকে মাহবুব আরা বেগম গিনিকে আটক করা হয়। তাকে গাইবান্ধায় বিএনপি–যুবদলের কার্যালয় ভাঙচুরের মামলা ছাড়াও আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে আসামিপক্ষের কোন আইনজীবীর বক্তব্য জানা যায়নি। তবে বাদী পক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক হুইপ গিনিকে কেউ চেনে না। তাকে সবাই বিন্দু মাসি হিসেবে চেনে। এই বিন্দু মাসিকে গাইবান্ধায় দুটি মামলায় আনা হয়েছে। আজ একটি মামলা তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আমরা রাষ্ট্রকে সহায়তা করার জন্য হিয়ারিং করেছি।’

তিনি বলেন, ‘এই আসামি ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে মানুষকে নিপীড়ন, নির্যাতন করেছেন। তার হুকুমেই গাইবান্ধায় অসংখ্য মামলা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসা থেকে শুরু করে যতগুলো হত্যা হয়েছে, সবই তার ইন্ধনে হয়েছে। আমরা তার রিমান্ড চেয়ে ছিলাম এবং জামিন বাতিল চেয়েছিলাম।

আদালত জামিন নামঞ্জুর এবং রিমান্ড বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আমরা আইনজীবীসহ জেলার মানুষ এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।’

আব্দুল হালিম প্রামাণিক আরও বলেন, ‘এখনো স্বৈরাচার হাসিনার কিছু দোসর আইন কর্মকর্তা ঘাপটি মেরে আছেন। তারা বর্তমান সরকারকে কোন আইনি সহায়তা করছেন না। অনেক আইন কর্মকর্তা সরকারের পক্ষে কাজ না করে আসামি পক্ষের হয়ে কাজ করছেন। এসব কর্মকর্তাকে চিহ্নিত করে বাতিল করা হোক।’ পাশাপাশি নতুন করে আইন কর্মকর্তা নিয়োগের জোর সুপারিশ করে তিনি।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ