হোম > সারা দেশ > রংপুর

আরও দুই মামলায় সাবেক এমপি সুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সাবেক এমপি মাজারুল ইসলাম সুজন। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার তাঁকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক রহিমা খাতুন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও এএসআই আবদুল কুদ্দুস জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা গত ২২ ফেব্রুয়ারি চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় সাবেক এমপি সুজন চতুর্থ আসামি ও তাঁর বাবা, সাবেক এমপি দবিরুল ইসলামকে প্রথম আসামি করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মোট ৬৪ জনকে।

এ ছাড়া আরেকটি মামলায় সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের অ্যাডভোকেট মওদুদ আহমেদ বাদী হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনেছেন। ওই মামলায় সুজনকে প্রধান আসামি ও তাঁর বাবাকে তৃতীয় আসামি করা হয়েছে। এই মামলায় আসামি ৩২ জন।

দুই মামলায় আজ আদালতে তোলা হলে আসামিপক্ষ জামিনের আবেদন করে। তবে বিচারক তা নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলে রাব্বী বলেন, ‘এই দুটি মামলা ভিত্তিহীন। আমরা জামিন চাইলেও আদালত তা মঞ্জুর করেননি।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড