হোম > সারা দেশ > রংপুর

আরও দুই মামলায় সাবেক এমপি সুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সাবেক এমপি মাজারুল ইসলাম সুজন। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার তাঁকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক রহিমা খাতুন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও এএসআই আবদুল কুদ্দুস জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা গত ২২ ফেব্রুয়ারি চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় সাবেক এমপি সুজন চতুর্থ আসামি ও তাঁর বাবা, সাবেক এমপি দবিরুল ইসলামকে প্রথম আসামি করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মোট ৬৪ জনকে।

এ ছাড়া আরেকটি মামলায় সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের অ্যাডভোকেট মওদুদ আহমেদ বাদী হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনেছেন। ওই মামলায় সুজনকে প্রধান আসামি ও তাঁর বাবাকে তৃতীয় আসামি করা হয়েছে। এই মামলায় আসামি ৩২ জন।

দুই মামলায় আজ আদালতে তোলা হলে আসামিপক্ষ জামিনের আবেদন করে। তবে বিচারক তা নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলে রাব্বী বলেন, ‘এই দুটি মামলা ভিত্তিহীন। আমরা জামিন চাইলেও আদালত তা মঞ্জুর করেননি।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ