হোম > সারা দেশ > রংপুর

আরও দুই মামলায় সাবেক এমপি সুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সাবেক এমপি মাজারুল ইসলাম সুজন। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার তাঁকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক রহিমা খাতুন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও এএসআই আবদুল কুদ্দুস জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা গত ২২ ফেব্রুয়ারি চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় সাবেক এমপি সুজন চতুর্থ আসামি ও তাঁর বাবা, সাবেক এমপি দবিরুল ইসলামকে প্রথম আসামি করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মোট ৬৪ জনকে।

এ ছাড়া আরেকটি মামলায় সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের অ্যাডভোকেট মওদুদ আহমেদ বাদী হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনেছেন। ওই মামলায় সুজনকে প্রধান আসামি ও তাঁর বাবাকে তৃতীয় আসামি করা হয়েছে। এই মামলায় আসামি ৩২ জন।

দুই মামলায় আজ আদালতে তোলা হলে আসামিপক্ষ জামিনের আবেদন করে। তবে বিচারক তা নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলে রাব্বী বলেন, ‘এই দুটি মামলা ভিত্তিহীন। আমরা জামিন চাইলেও আদালত তা মঞ্জুর করেননি।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস