হোম > সারা দেশ > রংপুর

সুন্দরগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতির নামে হাসপাতাল উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদের নামে একটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার হাসপাতালটির উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন–সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার ছাড়াও পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সদস্য মো. সোলায়মান সামি, উপজেলা সহসভাপতি মো. জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মণ্ডল, সাবেক প্রধান শিক্ষক মো. অলিহক মিয়া, সাংবাদিক হাবিবুর রহমান হবি, জাপা নেতা মো. আকবর আলী দারোগা, আবদুল গফুর মণ্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. রেজাউল হক রেজা। 

সভায় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার বলেন, ‘অবহেলিত এ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এটি করেছি। নাম দিয়েছি আমার অভিভাবক ও রাজনৈতিক গুরু জাপা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদ স্যারের নামে। সাততলা বিশিষ্ট ভবনের আপাতত দুইতলা কমপ্লিট করেছি।’ 

তিনি আরও বলেন, ২০ শয্যা দিয়ে শুরু করলাম। বিশেষায়িত এ হাসপাতালে নামমাত্র খরচ নিব। এখানে আছে রোগ নির্ণয়ের জন্য আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা, অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসক। আগামী এক মাসের মধ্যে চালু হবে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবস্থা। করা হবে একটি ক্যানসার হাসপাতালও। যাতে শুধু সুন্দরগঞ্জ নয়, আশপাশের জেলাগুলোর রোগীও চিকিৎসা সেবা পান।’ 

এদিকে হাসপাতাল পেয়ে খুশি স্থানীয় এলাকাবাসী। উপজেলার রামদেব গ্রামের মো. আবদুস মাজেদ মিয়া নামে এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘হাতের কাছে হাসপাতাল। মনে হলেই ভীষণ খুশি লাগে। ৪০ মাইল পারি দিয়ে আর রংপুর যেতে হবে না এ অঞ্চলের মানুষদের। এখন আমরা এখানে কম খরচে চিকিৎসা নিতে পারব।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ