হোম > সারা দেশ > রংপুর

মারধর ও কুপিয়ে জখমের মামলায় আ. লীগ নেতা কারাগারে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগে শাহিন সরদার নামের এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শওকত আলী এই আদেশ দেন। শাহিন সরদার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ এপ্রিল বিকেল ঠিকাদারীর কাজ শেষে বাড়ি ফিরছিলেন হারুন অর রশিদ রাসেল। পথে কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাঁকে পথ রোধ করেন শাহিন সরদার ও তাঁর ১০ থেকে ১২ জন সহযোগী। এরপর তাঁকে কুপিয়ে যখম করেন তাঁরা। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। 
এ ঘটনায় পীরগাছা থানায় মামলা না নেওয়ায় ৪ জনকে আসামি করে আদালতে মামলা করেন হারুন অর রশিদ রাসেল। আদালত সেই মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়। তদন্ত শেষে আওয়ামী লীগ নেতা শাহিন সরদারের নামে চার্জশিট জমা দেয় পিবিআই। এরপর থেকে শাহিন সরদার পলাতক ছিলেন। আজ রোববার ওই মামলার শুনানি ছিল। শুনানিতে জামিন চাইতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শওকত আলী শাহিন সরদারকে কারাগারে পাঠানোর নিদেশ দেন। 

এ নিয়ে বাদী পক্ষের আইনজীবি হারুনুর রশিদ বলেন, ‘আওয়ামী লীগ নেতা শাহিন সরদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ