হোম > সারা দেশ > রংপুর

মারধর ও কুপিয়ে জখমের মামলায় আ. লীগ নেতা কারাগারে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগে শাহিন সরদার নামের এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শওকত আলী এই আদেশ দেন। শাহিন সরদার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ এপ্রিল বিকেল ঠিকাদারীর কাজ শেষে বাড়ি ফিরছিলেন হারুন অর রশিদ রাসেল। পথে কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাঁকে পথ রোধ করেন শাহিন সরদার ও তাঁর ১০ থেকে ১২ জন সহযোগী। এরপর তাঁকে কুপিয়ে যখম করেন তাঁরা। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। 
এ ঘটনায় পীরগাছা থানায় মামলা না নেওয়ায় ৪ জনকে আসামি করে আদালতে মামলা করেন হারুন অর রশিদ রাসেল। আদালত সেই মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়। তদন্ত শেষে আওয়ামী লীগ নেতা শাহিন সরদারের নামে চার্জশিট জমা দেয় পিবিআই। এরপর থেকে শাহিন সরদার পলাতক ছিলেন। আজ রোববার ওই মামলার শুনানি ছিল। শুনানিতে জামিন চাইতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শওকত আলী শাহিন সরদারকে কারাগারে পাঠানোর নিদেশ দেন। 

এ নিয়ে বাদী পক্ষের আইনজীবি হারুনুর রশিদ বলেন, ‘আওয়ামী লীগ নেতা শাহিন সরদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ