হোম > সারা দেশ > রংপুর

উপজেলা নির্বাচন: নীলফামারীতে বিএনপি নেতাসহ ৪৫ জনের মনোনয়ন জমা

নীলফামারী প্রতিনিধি

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে নীলফামারীর জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জনসহ মোট ৪৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির এক নেতাও রয়েছেন। আজ রোববার শেষ দিন এসব প্রার্থী মনোনয়ন জমা দেন।

জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সামীম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু ও উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম এলিস।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. নূর আলম, মো. শাহিনুর রহমান, মো. মনোয়ার হোসেন ও মো. তোফায়েলুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান–বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অনিতা রানী, রাহেলা বেগম ও মাসুমা কিবরিয়া সিমা।

কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহ মো. আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পতিরাম চন্দ্র রায়, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. তাসহান লেলিন, উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মো. রশিদুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম, নির্দলীয় মো. রাশেদুজ্জামান ও বিপ্লব কুমার সরকার।

ভাইস চেয়ারম্যান পদে মো. মোজাহিদ ইসলাম, ভুবন চন্দ্র মোহন্ত, মো. যাদু মিয়া, মো. মোজাহার হোসেন, মো. সিদ্দিকুর আলম, মো. মাহবুবুর রহমান ও মো. বরকত-ই খুদা। মহিলা ভাইস চেয়ারম্যান–শিল্পী রানী রায়, স্বপ্না শান্তা প্রামাণিক, পল্লবী রানী রায়, বীনা রানী রায় ও রেহেনা পারভীন।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ আরফান সরকার, খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক  জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. মহসিন আলী ও জাতীয় ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ফয়সাল দিদার।

ভাইস চেয়ারম্যান–মোহাম্মদ মহসীন, শেখ আব্দুল্লাহ্ ও মো. আনোয়ারুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান–সুমিত্রা রানী, বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, মোস্তাফিজা হোসেন ও হাসিনা বেগম।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন জমা করেছেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ