লালমনিরহাটে যাত্রীবাহী বাসচাপায় নুরজামাল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের জাহাঙ্গীর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজামাল ইসলাম সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় উত্তর চিনিপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম ছিলেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের উত্তর চিনিপাড়া বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন মক্তবে শিক্ষার্থীদের পড়াতে বাড়ি থেকে বাইসাইকেলযোগে যাচ্ছিলেন নুরজামাল ইসলাম। জাহাঙ্গীর মার্কেট এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।