হোম > সারা দেশ > লালমনিরহাট

দিনের ভোট রাতে আর নিতে দেওয়া হবে না: ফয়জুল করীম

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আগামী সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে আর নিতে দেওয়া হবে না। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ভবিষ্যতে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে এই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাইপাস সড়কের পাশে আল কারীম মুজাহিদ কমপ্লেক্স ও মাদ্রাসা উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় পাশের দেশ ভারতের কর্ণাটক, পশ্চিমবঙ্গ রাজ্যসভার নির্বাচনের প্রসঙ্গ টেনে ফয়জুল করীম বলেন, কেন্দ্রে বিজেপি সরকার, অথচ কর্ণাটকে কংগ্রেস ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জনতার ভোটে সরকার গঠন করে। ওখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাই নির্বাচন নিয়ে কোনো মহল প্রশ্ন তোলে না।

তুরস্কের নির্বাচনী ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে প্রথম পর্বে প্রয়োজনের তুলনায় কম ভোট পান। পরে আবার দ্বিতীয় ধাপে নির্বাচন হয়। এই হলো বিদেশের নির্বাচন। আর এই সরকারের সময়ে হওয়া নির্বাচন সুষ্ঠু হয় না।

পরে রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বাইপাস সড়কের পাশে স্থানীয় শীলের মাঠে ওয়াজ মাহফিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফয়জুল করীম বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় সহসভাপতি আমিরুজ্জামান পিয়াল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমদ, রংপুর বিভাগীয় সহসাধারণ সম্পাদক হাফেজ মো. মুসা বিন হারুন, জেলা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি একাব্বর আলী প্রমুখ।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার