হোম > সারা দেশ > লালমনিরহাট

দিনের ভোট রাতে আর নিতে দেওয়া হবে না: ফয়জুল করীম

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আগামী সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে আর নিতে দেওয়া হবে না। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ভবিষ্যতে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে এই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাইপাস সড়কের পাশে আল কারীম মুজাহিদ কমপ্লেক্স ও মাদ্রাসা উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় পাশের দেশ ভারতের কর্ণাটক, পশ্চিমবঙ্গ রাজ্যসভার নির্বাচনের প্রসঙ্গ টেনে ফয়জুল করীম বলেন, কেন্দ্রে বিজেপি সরকার, অথচ কর্ণাটকে কংগ্রেস ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জনতার ভোটে সরকার গঠন করে। ওখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাই নির্বাচন নিয়ে কোনো মহল প্রশ্ন তোলে না।

তুরস্কের নির্বাচনী ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে প্রথম পর্বে প্রয়োজনের তুলনায় কম ভোট পান। পরে আবার দ্বিতীয় ধাপে নির্বাচন হয়। এই হলো বিদেশের নির্বাচন। আর এই সরকারের সময়ে হওয়া নির্বাচন সুষ্ঠু হয় না।

পরে রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বাইপাস সড়কের পাশে স্থানীয় শীলের মাঠে ওয়াজ মাহফিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফয়জুল করীম বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় সহসভাপতি আমিরুজ্জামান পিয়াল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমদ, রংপুর বিভাগীয় সহসাধারণ সম্পাদক হাফেজ মো. মুসা বিন হারুন, জেলা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি একাব্বর আলী প্রমুখ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ