হোম > সারা দেশ > রংপুর

গরু চুরি করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে গরু চুরি করতে গিয়ে পালানোর সময় চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি এলাকাবাসীর হাতে ধরা পরেন বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁর নিজের গ্রাম পূর্ব শিববাড়িতে (পাখিমারটারী) এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত চাঁন মিয়া উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

এলাকাবাসী বলছে, চাঁন মিয়া একই গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়িতে গরু চুরি করতে গোয়াল ঘরে ঢোকে। ওই বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন। পরে এলাকাবাসী ওই ডাক চিৎকারে এগিয়ে গিয়ে চোরদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তাঁর সঙ্গে থাকা তিনজন পালানোর সুযোগ পেলেও চাঁন মিয়া পা পিছলে ধানখেতে পরে যান। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে ধানখেত থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কাঁচা রাস্তার পার্শ্বে রেখে ৯৯৯ এ কল দিয়ে থানা–পুলিশকে জানায়। থান–পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাঈদুল ইসলাম বলেন, ‘চাঁন মিয়া নামের ওই ব্যক্তিকে রোববার সকালে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’ 

মৃত চান মিয়াকে মারধর দেওয়া হয়েছে কিনা এ বিষয়টি এলাকাবাসীসহ কেউ স্বীকার করেনি।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ