সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় রাস্তার পাশ থেকে মাথা থেতলানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার উপজেলার দক্ষিণ উল্যা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ফজলুল হক (৩০)। তিনি একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
সাঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রজব আলী জানান, ফজলুল হক একজন মানসিক ভারসাম্যহীন। রাতের আঁধারে কোনো ভারী যানবাহনের চাপায় পড়ে মাথা থেতলে গিয়ে হয়তো নিহত হয়েছেন। পরে কেউ তাঁকে রাস্তার পাশে ফেলে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।