হোম > সারা দেশ > রংপুর

ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় নারীর মৃত্যু, আহত স্বামী-সন্তান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার জেনেপাড়ায় ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় বীথি বেগম (২৫) নামে এ নারী মারা গেছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের পাইকান জেনেপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। 

নিহত বীথি বেগম ওই ইউনিয়নের পাইকান হাজীপাড়া গ্রামের বাসিন্দা। 

আহতরা হলো নিহত বীথি বেগমের শিশুসন্তান রাইয়ান আফছার মনজির (৪) ও তাঁর স্বামী মাহামুদ রফিক (৩০)। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রফিক তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে জেনেপাড়া রাস্তায় পৌঁছালে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে অপর দিক থেকে আসা ট্রাকের নিচে মোটরসাইকেল স্লিপ কেটে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান বীথি বেগম। পরে স্থানীয়রা রফিক ও তাঁর শিশু সন্তানকে উদ্ধার করে রংপুরে মেডিকেলে নিয়ে যান। তাঁদের অবস্থা সংকটাপন্ন। 

নিহত বীথির বাড়িতে গিয়ে দেখা যায়, বীথির বোন সুমি আক্তার ও তাঁর মা মনোয়ারা বেগম বিলাপ করতে করতে বলছেন, ‘মোর ময়নাটার কি হইলরে আল্লাহ। বাবা মনজিলরে এই বয়সে মাক হারালুরে, তোর কী হইবে, আল্লাহ তোর কী নিলাখেলা।’ 

বীথির বাবা বেলাল হোসেন কান্না চেপে রেখে বলেন, ‘মেয়ে হারানোর বেদনা কী করে সহ্য করব। আমার কারও প্রতি কোনো দাবিদাওয়া নাই, আল্লাহ তাআলার জান, আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা যেন জান্নাতবাসী হয়।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। 

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার