বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘আমাদের আন্দোলন জনগণের অধিকার ফেরানোর আন্দোলন। ক্ষমতা আমাদের কাছে মুখ্য নয়। এ আন্দোলন বাংলাদেশের জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফেরানোর আন্দোলন।’
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় নীলফামারীর পৌর সুপার মার্কেটে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিংসহ চলমান আন্দোলনের ১০ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাবিব উন নবী খান সোহেল বলেন, এত মামলার পরেও, জনে জনে গুম হওয়ার পরেও সারা দেশে বিএনপির একজন নেতার মুখের, একজন কর্মীর মুখের স্লোগান কেড়ে নিতে পারে নাই। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপির ৩৭ লাখ নেতা-কর্মীর নামে এক লাখ মামলা হয়েছে। ৬০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এখনো ইলিয়াস আলীর স্ত্রী তাঁর স্বামীর অপেক্ষায় আছেন। ইলিয়াস আলীর সন্তানেরা তাঁর পিতার অপেক্ষায় আছেন, এখনো চৌধুরী আলমের পরিবার অপেক্ষায় আছেন। কখন দরজায় এসে কড়া নাড়বেন তাঁদের প্রিয়জন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে সোহেল বলেন, বাজারে প্রতিটা জিনিসের দাম ধরা ছোঁয়ার বাইরে। গরিব মানুষেরা মাসে একবারও তাঁদের সন্তানদের মুখে মাংস তুলে দিতে পারছেন না। ভালো মাছ খাওয়াতে পারছেন না। মানুষ হাসতে হাসতে বাজারে যায়, কাঁদতে কাঁদতে ফিরে আসে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, সহসভাপতি মোস্তফা হক প্রধান, মীর সেলিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আল মাসুদ চৌধুরী, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল, জেলা যুবদলের সভাপতি এইচ এম সাইফুল্লাহ প্রমুখ।