হোম > সারা দেশ > রংপুর

খানসামায় বিদ্যুতের শর্টসার্কিটে পুড়ল ১৭টি ঘর

প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

দিনাজপুর খানসামা উপজেলায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে ৬টি পরিবারের ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার দুপুরে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের চকরামপুর গ্রামের মাঝাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জানা যায়, ঘটনার দিন দুপুর ১টার পর চকরামপুর গ্রামের মাঝা পাড়া এলাকার ভূপেন্দ্রনাথ রায়ের বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিক। একে একে ১৭টি বসতঘর, গোয়াল ও রান্নাঘর এবং আসবাবপত্রসহ ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার। তাঁরা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।

খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর পাশাপাশি ঘর থেকেও অনেক জিনিসপত্র বের করতে পেরেছি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কাজ চলছে বলে জানান তিনি।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত