হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে শিক্ষকদের পাঠদান বন্ধ ঘোষণার ৩০ মিনিট পর প্রত্যাহার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে পাঠদান বন্ধ ঘোষণার ৩০ মিনিট পর প্রত্যাহার করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। উপজেলার ৭৫ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

আজ রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাঠদান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। 

শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্মান নষ্ট করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করাচ্ছেন। শিক্ষকদের লাঞ্ছনার পাশাপাশি শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডে শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেল ৪টার দিকে সাংবাদিকদের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। সেটি জানানোর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে পাঠদান বন্ধের সিদ্ধান্তের ৩০ মিনিট পরেই প্রত্যাহার করে নেওয়া হয়। 

এদিকে উপজেলা পরিষদের হলরুমে আজ সকালে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক ও সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট মুরাদ আহম্মেদ, থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন। এ সময়ে তাঁরা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড