হোম > সারা দেশ > গাইবান্ধা

বিএমডিএর অফিস থেকে সহকারী কোষাধ্যক্ষের লাশ উদ্ধার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

জনি বাবু। ছবি: সংগৃহীত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জোনের অফিস কক্ষ থেকে সহকারী কোষাধ্যক্ষ জনি বাবুর (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩১ মে) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস কক্ষে লাশটি পাওয়া যায়।

জনি বাবু পাঁচ বছর ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সাদুল্লাপুর উপজেলা জোনে সহকারী কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে উপজেলা পরিষদের অদূরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের দ্বিতীয় তলায় জনি বাবুর অফিস কক্ষের দরজা বন্ধ দেখতে পান নৈশপ্রহরী আবু তাহের মিয়া। পরে দরজা ধাক্কাধাক্কি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তাহের মিয়া বিষয়টি উপজেলা মোড়ের একটি ফটোকপির দোকানের কর্মচারী খলিল মিয়াসহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত আনছার সদস্যদের অবগত করেন। তাঁরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে জনির বাবুকে ঝুলতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, অফিস কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছুদিন আগে স্থানীয় জয়েনপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে লাজু মিয়ার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নেন জনি। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ করতে পারেননি তিনি। এদিকে জনি বাবুর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন লাজু মিয়া। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে জনি বাবু আত্মহত্যা করেছেন।

জনি বাবুর স্বজনেরা জানান, বেশ কিছুদিন ধরে দুই স্ত্রীকে নিয়ে দাম্পত্য কলহসহ আর্থিক সংকটে ভুগছিলেন জনি। এ কারণে মানসিক চাপে হয়তো আত্মহত্যা করেন তিনি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাদুল্লাপুর জোনের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, জনি বাবু ২০২০ সালের ৬ ডিসেম্বর সাদুল্লাপুরে যোগদান করেন। তিনি অফিসের দায়দায়িত্ব পালন করাসহ সার্বিকভাবে অনেক ভালো ছিলেন। তবে পারিবারিক সমস্যার বিষয়টি তার জানা নেই।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড